দালাল প্লাস গ্রাহকদের ১ কোটি ৩৯ লাখ টাকা ফেরতে কেন নির্দেশ নয়: হাইকোর্ট

দালাল প্লাস গ্রাহকদের ১ কোটি ৩৯ লাখ টাকা ফেরতে কেন নির্দেশ নয়: হাইকোর্ট

ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের গ্রাহকদের পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ১ কোটি ৩৯ লাখ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির গ্রাহকদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার (৮ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দালাল প্লাসসহ সব বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের কাছে পাওনা থাকা ৪১ গ্রাহক গত ২৮ জুন হাইকোর্টে রিট করেন।

সে সময় রিটকারী পক্ষের আইনজীবী হুমায়ন কবির বলেন, বিদ্যমান আইন অনুযায়ী কোনো ই-কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। গ্রাহকরা অনেক চেষ্টা করেও টাকা ফেরত না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এর আগে দালাল প্লাস গ্রাহকদের টাকা ফেরত চেয়ে বিবাদীদের আইনি নোটিশ দেয়া হয়েছিল। ওই নোটিশে সন্তোষজনক জবাব না আসায় রিট করা হয়।