অ্যাডভোকেটশীপ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে
বাংলাদেশ বার কাউন্সিল

এনরোলমেন্ট লিখিত পরীক্ষার অনলাইন ফরম ফিলাপ শুরু

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির অনুষ্ঠিতব্য এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন ফরম ফিলাপ কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (২২ আগস্ট) থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে এ ফরম ফিলাপ করা যাবে।

সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার (২১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বার কাউন্সিলের আসন্ন ১৭ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিতব্য এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সকল প্রার্থীকে লিখিত পরীক্ষার অনলাইন ডাটা বেইজে অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। যারা চলতি বছরের গত ১৭ জুন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বার কাউন্সিল বিধি ৬০এ(৩) অনুযায়ী অব্যবহিত পূর্বের এমসিকিউ তথা ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু তৎপরবর্তী লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ বা অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন তারা ফরম ফিলাপ করতে পারবেন।

ফরম ফিলাপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন।

নির্ধারিত তারিখ ও সময় অতিবাহিত হওয়ার পর কোনো অবস্থাতেই নতুন করে পরীক্ষায় অংশগ্রহণের কোনো আবেদন গ্রহণ করার সুযোগ নেই। আসন্ন লিখিত পরীক্ষার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রের বিষয়ে যথাসময়ে জানানো হবে।