অ্যাডভোকেটশীপ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে অনলাইনে
বাংলাদেশ বার কাউন্সিল

সাবেক পিপির সনদ বাতিল

মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সদস্য ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম মোহাম্মদ খান পাঠানের সনদ বাতিল করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থার ভারপ্রাপ্ত সচিব মো. আফজার উর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, গোলাম মোহাম্মদ খান পাঠান ১৯৯৫ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। কিন্তু বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার নির্দিষ্ট ফরমে বাংলাদেশের কোথাও তাঁর বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা নেই এবং কোন অপরাধে সাজাপ্রাপ্ত হননি বলে মিথ্যা হলফনামা প্রদান করেন। মিথ্যা তথ্য দিয়ে ১৯৯৭ সালের ৬ আগস্ট বার কাউন্সিলের সনদ লাভ করেন।

পরবর্তীতে বার কাউন্সিলে এ সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ আমলে নিয়ে তাঁকে সংস্থার পক্ষ থেকে শোকজ করা হয়। ইস্যু করা কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য না হওয়ায় বার কাউন্সিল সভায় তাঁর সনদ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক তাঁর সনদ বাতিল করে বার কাউন্সিল।