হাইকোর্টে বিএনপির ১৫৫ নেতাকর্মীর আগাম জামিন

হাইকোর্টে বিএনপির ১৫৫ নেতাকর্মীর আগাম জামিন

জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ডাকা কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা পৃথক পৃথক মামলায় বিএনপির ১৫৫ নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুরের আদেশ দেন।

বিএনপির নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কুমিল্লার লাঙ্গলকোট, ফেনীর সোনাগাজী ও দাগনভূইয়া, ঠাকুরগাওয়ের রুহিয়া এবং ঝিনাইদহ সদর থানায় আলাদা মামলা করে পুলিশ। এসব মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান বিএনপির শতাধিক নেতাকর্মীরা। এর মধ্যে কুমিল্লায় ৩০, ঝিনাইদহে ১০, ফেনীতে ৯৬ ও ঠাকুরগাওয়ের ১৯ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পান।