১৬ বিচারকের পদোন্নতি, ১৭ জনকে বদলি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

বাংলাদেশী বিচারকদের বৃত্তি নিয়ে জাপানে পড়ার সুযোগ

বৃত্তি নিয়ে জাপানে আইন বিষয়ে অধ্যয়নে আগ্রহী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে কর্মরত বিচারকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে সরকার।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে জারি করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান গেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়া সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান সরকারের অর্থায়নে “Young Leaders’ Program (YLP) 2023” স্কলারশিপের অধীনে আইন বিষয়ে অধ্যয়নের জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী বিচারকদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করতে বলা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীদের http://www.kyushu-u.ac.jp এবং http://www.law.kyushu-u.ac.jp/programsinenglish/ ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।