আদালতে আইনজীবীদের হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত

আদালতে আইনজীবীদের হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ

নির্দিষ্ট সময়ে এজলাস পরিচালনা না করায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এ সময় বিচারক এজলাস ত্যাগ করে খাসকামরায় চলে যান।

নির্ধারিত সময়ের ২১ মিনিট পর এজলাসে আসায় আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে।

বিচারক সময় মতো আদালতে না ওঠায় আইনজীবীরা প্রতিবাদ করেন বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনজুর আলম মনজু।

তিনি বলেন, ‘আদালতের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল সকাল ৯টা ৩০ মিনিটে। কিন্তু বিচারক আদালতে ওঠেন ৯টা ৫১ মিনিটে। এ সময় আইনজীবীরা প্রতিবাদ জানালে বিচারকের সাথে আইনজীবীদের তর্ক হয়। এরপরে বিচারক এজলাস ত্যাগ করে খাসকামরায় চলে যান।’

মনজুর আলম আরও বলেন, ‘এ সময় আদালতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য বিচারকের নিরাপত্তার জন্য আসেন ও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ঢাকা বারের সভাপতি ও সেক্রেটারি এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিচারক পুনরায় এজলাসে ওঠেন।’

ঢাকা বারের আরেক আইনজীবী আব্দুল আল মনসুর বলেন, ‘সরকারি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আদালত চলার নির্দেশনা রয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যা ৬টা ৩০মিনিট পর্যন্ত তিনি আদালতের বিচারকাজ চালিয়ে যান।’

এই আইনজীবী বলেন, ‘এতে একদিকে সরকার বিদ্যুৎ সাশ্রয় থেকে বঞ্চিত হয়েছে অপরদিকে বিচারপ্রার্থীরা সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতে কষ্ট করে বিচারের আশায় অপেক্ষা করেছেন।’

মনসুর আরও বলেন, ‘এখন আদালতের কর্ম সময় সকাল ৮টা থেকে শুরু। আইনজীবী ও বিচারপ্রার্থীরা চলে আসেন সকাল ৭টার মধ্যে, সেক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সকালে আদালত বসলে সবাই উপকৃত হবে।’

সূত্র : এনটিভি অনলাইন