বিচারকাজে সরকারি ফির অতিরিক্ত টাকা লেনদেন করলে আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার

কক্সবাজার জেলা জজের আদালত বর্জন অব্যাহত থাকবে: আইনজীবী সমিতি

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত আইনজীবীদের বর্জন অব্যাহত থাকবে। একই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনে জরুরি সাধারণ সভা আহবান করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারের জরুরি সাধারণ সভার আগে সমিতির বর্তমান কার্যকরী পরিষদ সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে পরবর্তী করনীয় সম্পর্কে মতবিনিময় করবেন।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সোমবারের জরুরি সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ ছৈয়দ আলম, অ্যাডভোকেট ছলিম উল্লাহ, অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-১, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ-২, মোহাম্মদ আবদুল মন্নান, আবিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত শনিবার ২৬ নভেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভায় কক্সবাজার জেলা ও দায়রা জজের আদালত আইনজীবীরা রোববার ২৭ নভেম্বর থেকে অনির্দিষ্ঠকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী রোববার ২৭ নভেম্বর সকাল থেকে এ বর্জন কর্মসূচী চলমান রয়েছে।