শুধু বয়স-শারীরিক অসুস্থতা বিবেচনায় দণ্ডিত আসামিকে জামিন নয় : সুপ্রিম কোর্ট
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি: জয়দীপ্তা দেব চৌধুরী

খন্দকার মাহবুবের শ্রদ্ধায় সোমবার আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারিক কার্যক্রম বিচারকাজ অর্ধদিবস বন্ধ রাখা হবে। 

আজ রোববার (১ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে খন্দকার মাহবুব হোসেনের জানাজার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।

প্রধান বিচারপতির ঘোষণার প্রেক্ষিতে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চারবারের নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

মরহুম সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সোমবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সকাল ১১টা পর্যন্ত ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে এবং এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুপ্রিম কোর্ট খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল করেন।

হাজারো আইনজীবী, বিচারপতির অংশগ্রহণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রোববার (১ জানুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে সুপ্রিম কোর্ট আইনজীবী চত্বরে তার জানাজা সম্পন্ন হয়।

তার প্রায় ৬০ বছরের প্রিয় কর্মস্থল থেকে অশ্রুজলে শেষ বিদায় জানিয়েছেন সহকর্মীরা। নামাজে জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু জাফর।