যানবাহনের উচ্চশব্দে হর্ন, ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট
যানবাহনের উচ্চশব্দে হর্ন

যানবাহনের উচ্চশব্দে হর্ন, ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে রিট

উচ্চশব্দে যানবাহনের হর্ন ব্যবহারের ফলে কতজন রিকশাচালক, ট্রাফিক পুলিশ ও খেটে খাওয়া মানুষের কানে সমস্যা সৃষ্টি হয়েছে সেই তালিকা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ক্ষতিপূরণ ও শব্দদূষণ রোধে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে সংগঠনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেছেন।

রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আজ রোববার (১৫ জানুয়ারি) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিটের বিষয়ে শুনানি হতে পারে।

রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমদের সংগঠনটি পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করছে। তাই জনস্বার্থে আমরা এই রিট দায়ের করেছি। রোববার এ বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হবে।’

রিটকারী আইনজীবী বলেন, ‘রাজধানীতে কোটি কোটি মানুষের বসবাস। কাজের তাগিদে প্রতিনিয়ত রাস্তায় বের হতে হচ্ছে জনসাধারণকে। সাধারণ মানুষ অল্পসময় রাস্তায় থাকলেও বেশি সময় রাস্তায় কাজ করতে হয় রিকশাচালক ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষদের। এতে হর্নের উচ্চশব্দ শুনতে হয় দিনের পর দিন। ফলে কানের ক্ষতি হচ্ছে তাদের। কানে শুনতে পাচ্ছেন না অনেকেই। এসব বিষয়ে পদক্ষেপ নিতে ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করেছি।’

মনজিল মোরসেদ আরও বলেন, ‘পত্রিকা’য় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র রাজধানীতেই ৪০ থেকে ৫০ জন ট্রাফিক পুলিশ উচ্চশব্দের হর্নের কারণে কানে শুনছেন না। তাই আমরা উচ্চশব্দের হর্নের কারণে দেশে কতজন পুলিশের কানে সমস্যা হয়েছে তার একটি তালিকা চেয়েছি, তাহলে জানতে পারবো কতজন আক্রান্ত।’