ফেনীতে আইনজীবী প্রার্থীরা ভোটারের মুখোমুখি
ফেনীতে আইনজীবী প্রার্থীরা ভোটারের মুখোমুখি

ফেনী বারে ব্যাতিক্রমী আয়োজন, জবাবদিহিতা নিশ্চিতে ভোটারের মুখোমুখি প্রার্থীরা

ফেনী থেকে অ্যাডভোকেট শ্রীকান্ত দেবনাথ : ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি, ২০২৩ এর নির্বাচন উপলক্ষে সচেতন ভোটার ব্যানারে- “ভোটারদের মুখোমুখি” শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভবিষ্যতের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ও প্রার্থীরা নির্বাচিত হলে সমিতির উন্নয়নে কি কি করবেন তা জানতে সচেতন ভোটাররা এই ব্যাতিক্রমী ও প্রয়োজনীয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।

ফেনী জেলার আইনজীবী সমিতির সবচেয়ে প্রবীণ সিনিয়র আইনজীবী আবুল কাশেম(১) এর সভাপতিত্বে ও সিনিয়র আইনজীবী মোঃ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সকল প্রার্থীরা নির্বাচিত হলে সমিতির উন্নয়নে কি কি করবেন সে বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ১৩ জন প্রার্থী, বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী পরিষদ থেকে ১৪ জন প্রার্থী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রার্থীরা নির্বাচিত হলে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন।