কারাগারে কয়েদিকে নির্যাতনের অভিযোগে মামলা, পিবিআই’কে তদন্তের নির্দেশ
আদালতে মামলা (প্রতীকী ছবি)

হত্যাচেষ্টার অভিযোগে ছেলে–পুত্রবধূর বিরুদ্ধে মায়ের মামলা

হত্যা চেষ্টার অভিযোগ এনে ছেলে আবদুল শুক্কুর ও পুত্রবধূ হালিমা খাতুনকে আসামি করে আদালতে মামলা করেছেন চট্টগ্রাম নগরের দামপাড়ার বাসিন্দা নুর জাহান (৭১)। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার (৮ জুন) এই নারী হত্যাচেষ্টার মামলা করেছেন।

বাদীর আইনজীবী মাসুদ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে সরাসরি মামলা হিসেবে নেওয়ার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে বাদীর স্বামী আবদুস সোবহান মারা যান। এরপর তিনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে নিজের খরচ চালান। তাকে ভরণপোষণের জন্য কোনো খরচ দেন না ছেলে।

এমনকি বাদীর কাছে থাকা বয়স্ক ভাতা ও ফিতরার ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন তাঁর ছেলে ও পুত্রবধূ। এই ঘটনার প্রতিবাদ করলে গত ৫ জুন গলায় শাড়ি পেঁচিয়ে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ কারণে বাদী নূর জাহান ছেলে ও পুত্রবধূকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন।