নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১১১৪

উচ্চ আদালতে আইন পেশা পরিচালনায় বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ১১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এনরোলমেন্ট কমিটির নির্দেশে আজ মঙ্গলবার (১৮ জুলাই) বার কাউন্সিল সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: বিচারপতি বাবা ও আইনজীবী দুই ছেলের আবেগঘন মুহূর্ত

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, চলতি বছরের ৪ মার্চ অনুষ্ঠিত হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় ১ হাজার ১১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তৃতীয় পরীক্ষকের সিদ্ধান্তের জন্য ১৯৬ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুন: আইন পেশার টাইটেল ‘ব্যারিস্টার’ শব্দ ব্যবহার নিষিদ্ধের দাবিতে আইনি নোটিশ

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।