হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণে বার কাউন্সিলের রিমাইন্ডার নোটিশ
বাংলাদেশ বার কাউন্সিল

তালিকাভুক্ত আইনজীবীদের সাময়িক সনদ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বার কাউন্সিলের সর্বশেষ তালিকাভুক্ত আইনজীবীদের সাময়িক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) প্রদান কার্যক্রম চলমান রয়েছে। তালিকাভুক্ত আগ্রহী আইনজীবীরা (যারা এখনো মূল সনদপ্রাপ্ত হন নাই) নির্ধারিত ফি জমা দিয়ে সাময়িক সনদ উত্তোলন করতে পারবেন।

আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান শিকদার সই করা বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আইনজীবীদের তালিকাভুক্তির মূল সনদ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রদানের পূর্বে সাময়িক সনদ প্রদান করার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। গত ৯ মার্চ তালিকাভুক্ত আইনজীবীরা সহ অন্যান্য আগ্রহী আইনজীবীগণ (যারা এখনো মূল সনদ প্রাপ্ত হন নাই) নির্ধারিত ফি জমা দিয়ে সাময়িক সনদ উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য যে, হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষাসহ নানবিধ কাজে আইনজীবীগণের সাময়িক সনদ প্রয়োজন হয়, সেক্ষেত্রে পূর্ব হতে উত্তোলন করা থাকলে প্রযোজ্য ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা সম্ভব।