নতুন আইনজীবী হলেন ৫৩২৯ জন
বার এক্সাম (প্রতীকী ছবি)

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার আসন বিন্যাস

দেশের অধস্তন আদালতে প্রাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার (১৪ নভেম্বর) বার কাউন্সিল থেকে জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

প্রসঙ্গত, আগামী ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রবেশপত্র ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত টেলিটকের অনলাইন লিংক বা বার কাউন্সিলের ওয়েবসাইটে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করা যাবে।

এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পান।