দুর্নীতির দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর কারাদণ্ড
ঢাকার বিশেষ জজ আদালত-৯

দুর্নীতি মামলায় জেলা রেজিস্ট্রারের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নাটোর জেলার রেজিস্ট্রার (পিআরএল ভোগরত) ও ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সাব-রেজিস্টার মো. এসকেন্দার আলীকে (৪৯) দুই ধারায় চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে চার লাখ ৩৬ হাজার দুইশত দুই টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অবৈধভাবে অর্জিত চার লাখ ২৬ হাজার দুইশত টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন।

আসামি এসকেন্দার বগুড়া জেলার শিবগঞ্জ থানার দামগাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি অসুস্থ হয়ে পড়েন। কিছু সময়ের পর তিনি সুস্থ হলে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

আসামিকে দেওয়া দুই ধারার কারাদণ্ড একইসাথে চলবে বলেও রায়ে উল্লেখ করেন বিচারক। ফলে তাকে তিন বছর কারাভোগ করতে হবে। এছাড়াও এ মামলায় আসামি কর্তৃক ভোগকৃত হাজতবাস উল্লিখিত দণ্ড হতে বিধি মোতাবেক বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১৪ জানুয়ারি রেজিস্ট্রার এসকেন্দারের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।