ঝিনাইদহ বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নিরঙ্কুশ জয়

ঝিনাইদহ বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নিরঙ্কুশ জয়

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়েছে। সদস্য পদের ৩টিতে কেবল বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহ বার ভবনে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মধ্য রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের এড. ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের কাজী মো. একরামুল হক আলম পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মো. মঞ্জুরুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের মো. আব্দুর রশিদ বিশ্বাস-৪ পেয়েছেন ১৩০ ভোট।

ঝিনাইদহ বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নিরঙ্কুশ জয়

এছাড়া সহ-সভাপতি পদে আব্দুল খালেক-১, সহ-সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম-৩, হিসাব নিরীক্ষক পদে শাহিনুল ইসলাম, তথ্য প্রযুক্তি পদে জাহিদুল ইসলাম জাহিদ, প্রমোদ সম্পাদক পদে আ.ম. সোহানুর জোয়ারদার ও ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্না-২ জয়ী হন।

সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামছুজ্জামান লাকী, আওয়ামী আইনজীবী পরিষদের হাবিবুল্লাহ বাহার, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আসাদুজ্জামান বাবু, ওবাইদুর রহমান মিলন ও কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস জানান, নির্বাচনে মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিএনপি ও আওয়ামী সমর্থিত দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত নির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।