কক্সবাজার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর প্রার্থীতা ফিরে পেয়েছেন
মোঃ নুরুল বশর

কক্সবাজার-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর প্রার্থীতা ফিরে পেয়েছেন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আইনি লড়াই করে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর।

রিটার্নিং অফিসার ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান কর্তৃক বাতিল করা আলহাজ্ব মোঃ নুরুল বশর এর মনোনয়নপত্র গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উচ্চ আদালত বৈধ ঘোষণা করেছে।

উচ্চ আদালতে আলহাজ্ব মোঃ নুরুল বশর এর নিয়োজিত আইনজীবী কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯৭, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুল বশর এর মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান গত ৪ ডিসেম্বর বাছাইয়ের সময় ১% সমর্থনকারী ভোটারের ক্রমিক নম্বরে ত্রুটি থাকার অভিযোগে মনোনয়নপত্রটি বাতিল করে দেন।

আলহাজ্ব মোঃ নুরুল বশর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে নির্বাচন কমিশনে আপীল করলে নির্বাচন কমিশনও রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে সেখানেও রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখা হয়।

রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন ও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আলহাজ্ব মোঃ নুরুল বশর সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম এর আদালতে আপীল দায়ের করেন। যার সিভিল বিবিধ মামলা নম্বর : ১১৯৬/২০২৩ ইংরেজি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আপীল মামলাটি শুনানী শেষে রিটার্নিং অফিসার কর্তৃক আলহাজ্ব মোঃ নুরুল বশর এর বাতিল করা মনোনয়নপত্রটি চেম্বার জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিম বৈধ ঘোষণা করেন। একইসাথে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ নুরুল বশর-কে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে নির্দেশ দেন।

চেম্বার জজ এর আদালতে আপীল মামলাটি শুনানী করেন-সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বুদু, অ্যাডভোকেট দুলাল মল্লিক, অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান।

অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির আরো জানান, চেম্বার জজ আদালতের আদেশের কপি ইতিমধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা হয়েছে। শুক্রবার ২২ ডিসেম্বর উচ্চ আদালতের বিশেষ বাহকের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে আদেশের কপি পৌঁছানো হবে বলে তিনি জানান।

আলহাজ্ব মোঃ নুরুল বশর ‘ঈগল’ প্রতীক পছন্দ করে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কক্সবাজার-৪ আসনে ‘ঈগল’ প্রতীক এখনো কাউকে বরাদ্দ না দেওয়ায় আলহাজ্ব নুরুল বশর-কে ‘ঈগল’ প্রতীক বরাদ্দ দেওয়া হতে পারে বলে অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ধারণা পোষণ করেছেন।

উচ্চ আদালতের আদেশ মতে, আলহাজ্ব নুরুল বশর এর মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার গ্রহণ করে প্রতীক বরাদ্দ দিলে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবে ৭ জন। এরমধ্যে, আলহাজ্ব মোঃ নুরুল বশর হবেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী। বাকী ৬ জনই দলীয় প্রার্থী।

তাঁরা হলেন- জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভূট্টো : (প্রতীক-লাঙ্গল), এনপিপি’র ফরিদ আলম : (প্রতীক-আম), তৃনমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব : (প্রতীক-সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী : (প্রতীক-মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল : (প্রতীক-ডাব) এবং আওয়ামী লীগের শাহীন আক্তার : (প্রতীক-নৌকা)।

অনেক কাঠখড় পুড়িয়ে নির্বাচনী মাঠে ফেরত আসতে যাওয়া আলহাজ্ব মোঃ নুরুল বশর টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলহাজ্ব মোহাম্মদ শফি (সাদ্দাম) এর পুত্র। আলহাজ্ব মোঃ নুরুল বশর টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

রাজনৈতিক পরিবারের সন্তান আলহাজ্ব মোঃ নুরুল বশর টেকনাফ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম এর বড় ভাই। বর্নাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী আলহাজ্ব মোঃ নুরুল বশর-কে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে গণ্য করছেন, এ আসনের ভোটারেরা।

প্রসঙ্গত, আলহাজ্ব মোঃ নুরুল বশর কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়ে পাননি।