সিইসি হাবিবুল আউয়ালের ‘বিচার ও প্রশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন

সিইসি হাবিবুল আউয়ালের ‘বিচার ও প্রশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ‘বিচার ও প্রশাসন: ভেতর থেকে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

পাঠক সমাবেশের কাঁটাবন শাখায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এসময় তিনি বইটির বিষয়বস্তু নিয়ে আলোচনায়ও অংশ নেন। সিইসি বলেন, ‘বাবার ইচ্ছা ছিল আমি উকিল হবো, কিন্তু ব্যর্থ হয়েছি। এরপর ব্যবসা করতে গিয়েও ব্যর্থ হলাম। এরপর চাকরিতে ঢুকে গেলাম। সেই কর্মজীবনের নানান অভিজ্ঞতা আমার বইয়ের প্রতিপাদ্য।’

তিনি আরও বলেন, ‘এই বইয়ে কিছু বিনোদন, কিছু কষ্ট, কিছু সাহিত্যের উপাদান আছে। জনপ্রশাসনে আমরা কীভাবে কাজ করি, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি- বইতে তার বিশদ আছে।’

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘ইংরেজি ভাষা থেকে অনুদিত ও পরিমার্জিত এই বইয়ে তিনি দেশের বিচারবিভাগ ও প্রশাসনের বাস্তবচিত্র সততা ও সাহসিকতার সঙ্গে যেভাবে তুলে এনেছেন, তা সত্যি সাধুবাদযোগ্য।’

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘বিচার ও প্রশাসন: ভেতর থেকে দেখা’বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ৩৭৮ পৃষ্ঠার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯৯৫ টাকা।