সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের

সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের

আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে বর্তমান বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নির্বাচন উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি তার নেতৃত্বে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবুল খায়ের একজন বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি। গত ২০১৪-১৫ সেশনে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এই আইনজীবী নোয়াখালী বারের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনের জন্য আমাকে আহ্বায়ক করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। এ নির্বাচনের সব বিষয়বস্তু ও করণীয় সম্পর্কে আমি আগামী সোমবার বা মঙ্গলবার সাংবাদ সম্মেলন করব। সেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য সব বিষয় তুলে ধরবো।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়।

নির্বাচনি তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।