চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ফাল্গুনের আগমন উপলক্ষে দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে।

আইনজীবী অডিটরিয়ামে সোমবার (৪ মার্চ) বসন্ত উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মহনাগর দায়রা জজ ড. বেগম জেবুনেছা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ.এস.এম. বদরুল আনোয়ার প্রমুখ।

বসন্তকে বরণ করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

সমিতির সহসাধারণ সম্পাদক মো. কাশেম কামাল ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলমের সঞ্চালনা ও পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী পরিষদের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী (জুয়েল), পাঠাগার সম্পাদক আহমেদ কবির (করিম), ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি অভিজিত ঘোষ।

এছাড়া নির্বাহী সদস্য যথাক্রমে আবদুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মিটুন দাশ, মো. হাবিবুর রহমান, মো. নাসিমুল আবেদীন চৌধুরী (রায়হান), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. ফখরুল ইসলাম গালিব, নুর হোসেন, মোহাম্মদ শাকিল, মো. আবু কাউছার পন্নী, আয়শা আকতার সানজিসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিলো পিছে বসন্ত এসে গেছে। শীতের হাওয়ার নাচন থামতে না থামতেই দুয়ারে দ্বাড়িয়ে ঋতুরাজ বসন্ত। তাইতো প্রকৃতি আজ দক্ষিনা দুয়ার খুলে দিয়েছে। সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। বাঙ্গালীর এমন এক দৃষ্টিভঙ্গি আছে বলেই বসন্ত আজ বর্ণিল সাজে সেজেছে। বাঙালীরা আজ একাকার হয়ে বাসন্তী রংয়ে সেজেছে।

বসন্ত উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন মঞ্চ শিল্পী, আইনজীবী শিল্পী এবং তাদের পরিবারবৃন্দ গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট পরিবেশন করেন। বেশ কিছু প্রতিষ্ঠানের উদ্যোগে অডিটরিয়ামে রকমারী স্টল স্থাপন করা হয়।