ত্রিপুরার নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি অজয় রুস্তগী। শপথ বাক্যপাঠ করান ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায়।

আজ বৃহস্পতিবার (১ মার্চ) রাজভবনের দরবার হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যপাল এ শপথ বাক্যপাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, পর্যটন দফতরের মন্ত্রী রতন ভৌমিক, আইন সচিব দাতা মোহন জমাতিয়া, পশ্চিম জেলার জেলা শাসক ডা. মিলিন্দ রামটেক, পশ্চিম জেলার পুলিশ আধিকারিক অভিজিত শপ্তর্ষী, ত্রিপুরা হাইকোর্টের সাবেক বিচার ইউ বি সাহা প্রমুখ।

সদস্য বিদায়ী প্রধান বিচারপতি টি ভাইফেই’র স্থলাভিষিক্ত হলেন বিচারপতি অজয় রুস্তগী। টি ভাইফেই’র কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় তিনি অবসরে চলে যান।

উল্লেখ্য, বিচারপতি অজয় রুস্তগী রাজস্থান হাইকোর্টের সিনিয়র বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন।