ইমরানকে বিদেশ যেতে বাধা না দেয়ার নির্দেশ হাইকোর্টের

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ও দেশে ফিরতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (২৩ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ডা. ইমরান এইচ সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, আদালত ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে এবং ফিরতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে হয়রানি না করতেও নির্দেশ দিয়েছেন।

পরে ইমরান এইচ সরকার বলেন, আজ রাতেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

গণমাধ্যমের খবর অনুসারে, গণজাগরণ মঞ্চের এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় প্রশাসনের বাধার মুখে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরতে হয় ডা. ইমরানকে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। সেদিন সন্ধ্যায় বিমানবন্দরে ইমিগ্রেশনসহ সব প্রয়োজনীয় কাজ শেষে প্লেনে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।