আটক টাউট কাওসার আলম মিঠু

আবারো ঢাকার আদালত প্রাঙ্গণে ভুয়া আইনজীবী আটক

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আবারো এক ভুয়া আইনজীবীকে আটক করা হয়েছে। আটক টাউটের নাম কাওসার আলম মিঠু।

আজ মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি তাকে আটক করে।

জানা গেছে, আজ ঢাকা জজ কোর্টে আদালত চলাকালীন মামলার নথিসহ গাউন পরা অবস্থায় তাকে আটক করা হয়। দীর্ঘ উকালতির অভিজ্ঞতা ও সিনিয়র ল’ইয়ার পরিচয় দানকারী নিজস্ব চেম্বার ও জুনিয়রসহ চেম্বার পরিচালকারী এই টাউট আইনজীবী তো দূরের কথা আইনের কোন ডিগ্রীই নেই। অথচ এই টাউট মিঠুন আইনজীবী না হয়েও ১২ বছর ধরে উকালতি করছেন বলে দাবি করেন। এ দীর্ঘ সময় ধরে নিজেকে সিনিয়র আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে বিচারপ্রার্থীদের সাথে করে এসেছেন প্রতারণা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির সদস্য অ্যাডভোকেট ইব্রাহীম খলিল ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বলেন, এদের কারণে আইন অঙ্গনের দুর্নাম হচ্ছে, সাধারণ মানুষ হয়রানীর স্বীকার হচ্ছেন আর প্রকৃত আইনজীবীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

ভুয়া আইনজীবী কাওসার আলম মিঠুকে আটকের পর তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলেও জানান অ্যাডভোকেট ইব্রাহীম খলিল।