মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও সচিবকে হাইকোর্টে তলব

আদালতের আদেশ অমান্য করায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইফতেখারুল ইসলাম এবং সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারকে তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য তাদেরকে আগামী ১০ জানুয়ারি সশরীরে উপস্থিত হতে বলেছেন আদালত।

এ-সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. আবদুল হালিম।

এর আগে ট্রাস্টটির ৪১তম সভায় ইয়াসির আরাফাত নামক এক ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়। পরে ওই বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি নিয়ে গত ৩১ জুলাই আরাফাতের বরখাস্তাদেশ স্থগিত করেন এবং রুল জারি করেন।

কিন্তু হাইকোর্টের আদেশের পরও ট্রাস্ট থেকে আরাফাতের বেতন বন্ধ রাখা হয়। ফলশ্রুতিতে গত ২৫ নভেম্বর ট্রাস্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। এরপরও রুলের জবাব দাখিল না করায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সচিবকে ব্যাখ্যা দিতে তলব করেন হাইকোর্ট।