ভূমি মন্ত্রণালয়ের প্রত্যেককে সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ মন্ত্রীর

২৮ ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়সহ দেশের সকল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

একই সাথে দেশের সকল ভূমি অফিস সিসিটিভি এবং পর্যায়েক্রমে অটোমেশনের আওতায় নিয়ে আসারও ঘোষণাও দেন তিনি।

ভূমিমন্ত্রী আজ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সাথে মতিবনিময়সভায় এ নির্দেশনা প্রদান করেন।

ভূমিমন্ত্রী দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করে মন্ত্রণালয়সহ দেশের ভূমি অফিসে যাদের সমস্যা আছে তাদের কেটে পড়ার আহবান জানিয়ে বলেন, ‘কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে ছাড় দেয়া হবে না।’

শিগগিরই বিভিন্ন ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিট শুরু করবেন জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি অধিগ্রহণের নোটিশ ইস্যুর পর মামলা হয়। ভূমি অফিসের নিচু শ্রেণির কর্মীরা এর সঙ্গে জড়িত থাকে। তাই নোটিশ ইস্যুর পর মামলা টিকবে না এমন একটি সিস্টেম বের করছি। সোজা হিসাব। এ রকম নিয়ম করা হবে।’