সংসদ নির্বাচনে মাঠে থাকবে ৮৩৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট
ভ্রাম্যমাণ আদালত

উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে দুজনের কারাদণ্ড

চট্টগ্রামের রাউজান উপজেলায় রাতে উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ফকিরহাটে শনিবার (২ ফেব্রুয়ারি) ভোরে এক বিয়ে বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্তদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে তাদের কারাগারের পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ।

দণ্ডিত ব্যক্তিরা হলেন, মুহাম্মদ সাজ্জাদ (১৮) ও মুহাম্মদ কাইসার। তাদের বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগ আনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বিয়ের বাড়িতে উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছিল। এতে এসএসসি পরীক্ষার্থীসহ আশপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটে। অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসেন বলেন, রাত ১১টার পর উচ্চ শব্দে গান বাজনা বা কোনো ধরনের শব্দ দূষণ না করার জন্য সতর্ক করে সাউন্ড ও মাইক ব্যবসায়ীদের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে শব্দ দূষণ করা হচ্ছিল।