টাকার বিনিময়ে করোনার জাল সনদ সরবরাহকারী ৪ জন কারাগারে

টাকার বিনময়ে ভুয়া করোনা মুক্তি সনদ সরবরাহকারী চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলো- ফজল হক (৪০), শরিফ হোসেন (৩২), জামশেদ (৩০) ও লিয়াকত আলী (৪৩)।

আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শনিবার মুগদা থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফয়সাল মুন্সী আসামিদের তিনদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। মামলার স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৬ জুন তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মুগদা এলাকা থেকে বিপুল পরিমাণ ভুয়া সনদপত্রসহ জালিয়াত চক্রের চারজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনার ভুয়া সনদপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং দুটি স্ক্যানার জব্দ করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন সংশ্লিষ্ট থানা পুলিশ।