ভার্চ্যুয়াল কোর্ট (ছবি- প্রতীকী)
ভার্চ্যুয়াল কোর্ট (ছবি- প্রতীকী)

হাইকোর্টের যে ৩৫ বেঞ্চে ভার্চ্যুয়ালি চলবে বিচারকাজ

মহামারি করোনাকালে শারীরিক উপস্থিতিতে এবং শারীরিক উপস্থিতি ছাড়া (ভার্চ্যুয়াল) উভয় পদ্ধতিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য ৫৩টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বুধবার (১২ আগস্ট) থেকে ভার্চ্যুয়ালি ৩৫টি এবং বাকি ১৮টি বেঞ্চ শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হচ্ছে।

এর আগে, সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ প্রশাসন শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক উপস্থিতি ছাড়া বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালতের তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং অত্র কোর্টের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি বেঞ্চগুলো গঠন করেছেন।

এতে দ্বৈত ও একক ৩৫টি বেঞ্চ গঠন করা হয়েছে। বেঞ্চগুলো হলো-

১. বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামান।
২. বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম।
৩. বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
৪. বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।
৫. বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী।
৬. বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হক ।
৭. বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।
৮. বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি শশাংঙ্ক শেখর সরকার।
৯. বিচারপতি মো. ইমাদুদল হক আজাদ।
১০. বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম এবং বিচারপতি আশীষ রঞ্জন দাস।
১১. বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমান।
১২. বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত।
১৩. বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান।
১৪. বিচারপতি সৌমেন্দ্র সরকার।
১৫. বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম মজিবুর রহমান।
১৬. বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিল।
১৭. বিচারপতি মো. রেজাউল হাসান।
১৮. বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
১৯. বিচারপতি এ এন এম বসির উল্লাহ।
২০. বিচারপতি আবদুর রব ও বিচারপতি মো. সেলিম।
২১. বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
২২. বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মো. বদরুজ্জামান।
২৩. বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ।
২৪. বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির।
২৫. বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল।
২৬. বিচারপতি কে এম কামরুল কাদের।
২৭. বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. মহি উদ্দিন শামীম।
২৮. বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা।
২৯. বিচারপতি এ কে এম সাহিদুল হক।
৩০. বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামান।
৩১. বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন।
৩২. বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেন।
৩৩. বিচারপতি মাহমুদুল হক।
৩৪. বিচারপতি কাশেফা হোসেন।
৩৫. বিচারপতি মো. সেলিম।