হামলা
হামলা (প্রতীকী ছবি)

উল্টো পথে মটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় বিচারকের উপর হামলা

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে উল্টো পথে মটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক বিচারকের উপর হামলা হয়েছে।

নগরের পতেঙ্গা থানার চরপাড়া বেড়িবাঁধ এলাকায় বুধবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার এ ঘটনায় আলী আকবর এবং হাসান আলী জিসান নামের দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এদের মধ্যে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। তার বাবা হাজী ইকবালও একই মামলার আসামি।

বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ১০ বছর আগে বহিষ্কার করা হয়। তবে এলাকায় তিনি এখনো আওয়ামী লীগ নেতা পরিচয় দেন।

পতেঙ্গা থানার এসআই সেলিম মিয়া বুধবার বিকেলের ঘটনার বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক দুইজন আউটার রিং রোডে উল্টো পথে মটরসাইকেল চালিয়ে আসেন। এসময় জজ সাহেব ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন।

“মটরসাইকেল তার গাড়ির সামনে পড়লে তিনি উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এসময় তারা হামলা চালায়। সেখানে উপস্থিত স্থানীয়রা হামলাকারীদের আটকে ফেলে।”

ওই গাড়িতে থাকা চট্টগ্রামের পঞ্চম যুগ্ম জেলা জজ জহির উদ্দিন হামলায় হাতে ব্যথা পেয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

পরে উপস্থিত লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে নগর ‍পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) অলক বিশ্বাস গণমাধ্যমকে বলেন, “সেখানে কি ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”