আটক ঈসা রুহুল্লাহ
আটক ঈসা রুহুল্লাহ

ঢাকা বারের সদস্য পরিচয়ে কক্সবাজার কোর্টে প্র্যাকটিসরত টাউট আটক

ঢাকার এক আইনজীবীর সদস্য নম্বর ব্যবহার করে কক্সবাজারের আদালতে দিব্যি আইন পেশায় নিয়োজিত ছিলেন ঈসা রুহুল্লাহ নামের এক প্রতারক।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ অভিযানে রোববার (২০ ডিসেম্বর) আইনজীবী পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা ওই টাউটকে আটক করা হয়।

আটক ঈসা রুহুল্লাহ কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা। তার পিতার নাম মাহমুদুল হাসান।

জানা গেছে, ঈসা রুহুল্লাহ বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী নন। অথচ দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা আইনজীবী সমিতির সদস্য দাবি করে কক্সবাজার জেলা জজ আদালতের কার্যক্রমে আইন বহির্ভূতভাবে অংশগ্রহণ করে আসছিলেন।

এই প্রতারক এক্ষেত্রে ঢাকা আইনজীবী সমিতির সদস্য প্রকৃত আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেনের সদস্য নম্বর ব্যবহার করতেন। পরে অবশ্য আইনজীবী সমিতির কাছে ভবিষ্যতে এমন অপকর্ম না করার শর্তে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।