আদালত (প্রতীকী ছবি)
আদালত (প্রতীকী ছবি)

জরিমানার টাকা না দেওয়ায় মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ক্ষতিপূরণের টাকা না দেওয়ায়ায় মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছে পাবনার একটি আদালত।

পাবনার ঈশ্বরদী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক এস. এম. শরিয়ত উল্লাহ্ বুধবার (৬ জানুয়ারি) এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, জনৈক মোঃ সিরাজুল ইসলাম তার তিন ভাইয়ের বরাবর দলিলমূলে জমি বিক্রয়ের পরেও ঐ দলিল জাল দাবি করে ২০১৭ সালে দলিল বাতিলের একটি মামলা দায়ের করেন।

সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় মামলাটি একটি মিথ্যা ও হয়রানিকর মামলা বলে আদালতের নিকট প্রতীয়মান হয়। আদলত মামলাটি হয়রানিকর উল্লেখ করে তা খারিজ করেন এবং বাদীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে বিবাদীকে প্রদানেরও নির্দেশ দেন।

কিন্তু, বাদী অদ্যাবধি উক্ত টাকা প্রদান না করায় বিবাদী ক্ষতিপূরনের টাকা আদায়ের জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি অন্তে মিথ্যা মামলা দায়েরকারী বাদীর বিরুদ্ধে ক্ষতিপূরনের টাকা প্রদান না করায় গ্রেফতারি পরোয়ানা জারী করেন।