ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ভোলার চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় হামলার চেষ্টা করা হয়েছে। এসময় দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করলে
উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

১২ মে (বুধবার) রাত ৮টার পর উপজেলা সদরের বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে রাত ৮টার পরে দোকান-পাট খোলা রাখার অভিযোগে তিনি চরফ্যাশন উপজেলা সদরের বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে মিছিল বের করে। এক পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে  গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।