চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার

এক বৌদ্ধ ভিক্ষু হত্যাচেষ্টায় আরেক ভিক্ষুর ৫ বছরের জেল

কক্সবাজার শহরের উইমাছারা বৌদ্ধবিহারের এক ভিক্ষু (ভান্ডে) হত্যা চেষ্টার অভিযোগে আরেক ভিক্ষুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে এ রায় দেন।

ভিক্ষু উথান্ডিতা মহাথেরকে (৮২) হত্যাচেষ্টায় ভিক্ষু মংয়েন চিন রাখাইন ওরফে মংয়াইছিন রাখাইন ওরফে পাইঞ্চা জোটিকাকে (৪৮) এ দণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামি পাইঞ্চা জোটিকা শহরের গোলদিঘীরপাড়ের ক্যাংপাড়ার মৃত আহ্লা মং’র ছেলে। রায় ঘোষণার সময় জোটিকা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক উল্লাহ শাহাজাহান নূরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিকটিম, বাদী, মামলার তদন্ত কর্মকর্তাসহ ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ জুলাই ভোরে ভিক্ষু মংয়েন চিন রাখাইন ভিক্ষু উথান্ডিতা মহাথেরকে লাঠি দিয়ে মারধর করেন। সে সময় ভিক্ষু উথান্ডিতা মহাথেরের মাথা ফেটে মারাত্মক জখম হয়।

ওই ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি মং সুচি রাখাইন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যাচেষ্টার মামলা করেন। ওই বছরের ২১ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন।