আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ফাইল ছবি)।

‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের অভিমত শিগগিরই’

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে করা আবেদনের ওপর খুব শিগগিরই অভিমত দেবে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দেবো।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর লেকশো’র হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

খালেদা জিয়ার আবেদনটি নিষ্পত্তিতে দীর্ঘসময় ব্যয় হওয়ার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘সুপ্রিম কোর্ট থেকে বিএনপি সমর্থিত ১৫ জন আইনজীবী এসেছিলেন। তাদের বক্তব্যের মধ্যে কোথাও আইনি কোনও সাপোর্ট আছে কিনা, সেটা দেখেছি। কিন্তু কোনও সাপোর্ট আমি পাইনি। তাদের বক্তব্য কোনও আদালত সাপোর্ট করেননি। বরং আমি যে বক্তব্য দিয়েছি, সেটা সংসদেও বলেছিলাম, অনেক রায়ে সেটারই সাপোর্ট আছে। তবে খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দেবো।’

এক পর্যায়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে মানবিক হওয়ার সুযোগ আছে কিনা জানতে চান সাংবাদিকরা। এর জবাবে মন্ত্রী বলেন, ‘আমাকে আইনের মধ্যে থেকেই দেখতে হবে। সরকার যখন কোনও পদক্ষেপ নেয়, তারা আরবিট্রারি পদক্ষেপ নিতে পারে না। তাই সরকারকে আইনি পদক্ষেপ নিতে হয়। এর আগে প্রধানমন্ত্রীর যে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল, তাও কিন্তু ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার বিধান মতে।’