ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত

জাল ভোট দেওয়ার অভিযোগে তরুণের জেল-জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে তাঁকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দণ্ডিত তরুণের নাম মো. বাদশা (২০)। তিনি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে।

আজ বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাফফাত আরা সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার গ্রামে অনুমোদন ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে ইমরানুজ্জামান নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন।