বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, এমপি

ফের করোনা আক্রান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা

জাতীয় সংসদ ও টকশোতে সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে জনপ্রিয়তা অর্জন করা বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ বুধবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে, তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে, করোনার শুরুতে ২০২০ সালে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

প্রসঙ্গত, দেশের উচ্চ আদালতে আইনি পেশায় নিয়োজিত রুমিন ফারহানা ২০১৯ সালের ২৮ মে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০ নং নারী আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।