গ্রেফতার (ছবি - প্রতীকী)
গ্রেফতার (ছবি - প্রতীকী)

দিনাজপুর আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

দিনাজপুরের আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিন দিন পর ঢাকা থেকে হত্যা মামলার এক আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর থেকে আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।

লুৎফরের বিরুদ্ধে হত্যা ও চুরিসহ ছয়টি মামলা আছে। তিনি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট এলাকার বাসিন্দা। গত বছরের ৩১ অক্টোবর গ্রেপ্তারের পর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে ৪৭ আসামির সঙ্গে লুৎফরও আদালতে হাজিরা দিতে আসেন। তিনি আদালত পুলিশের কাছে ছিলেন।

পুলিশের ভাষ্যমতে, বিচারকাজের সময় আদালতের হাজতখানা থেকে আমলী আদালত-১ এ নেওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া নিয়েই পালিয়ে যায় লুৎফর।

আজ দুপুরে লুৎফরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।