হিজাব বিতর্ক: সুপ্রিম কোর্টে আইনজীবীদের মানববন্ধন

ভারত ও ইউরোপে হিজাব পরার কারণে মুসলিম নারী হেনস্থার শিকার হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভয়েস অব ল’ইয়ার্স অব বাংলাদেশ এ মানববন্ধনের আয়োজন করে।

অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার এবং সংগঠনের আইনজীবী নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে হিজাব পরার কারণে মুসলিম নারী হেনস্থার শিকার হওয়ার ঘটনায় প্রতিবাদ জানানো হয়।

সম্প্রতি ভারতের দক্ষিণি রাজ্য কর্ণাটকে উদুপির একটি কলেজে মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হয়। তারপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গোলমাল শুরু হয়। ছাত্রীদের হিজাবের পাল্টা হিসাবে বেশ কয়েকটি জায়গায় ছাত্ররা গেরুয়া স্কার্ফ বা শাল গায়ে ক্লাসে আসে। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে হিজাব বনাম গেরুয়া শাল বা স্কার্ফ নিয়ে বিরোধ তুঙ্গে ওঠে। ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত।

এছাড়া হিজাব নিয়ে বিতর্ক উস্কে উঠেছে ইউরোপেও। ইউরোপের ভবিষ্যত নিয়ে আয়োজিত সম্মেলন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক বিজ্ঞাপনে হিজাব পরিহিত এক নারীর ছবি প্রকাশের পর এই বিতর্ক শুরু হয়।

ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাওয়া মধ্যডানপন্থি ভ্যালেরি পেক্রেসের উপদেষ্টা থিবল্ট ডি মন্টব্রিয়াল বলেছেন, ইইউর ভবিষ্যত চিত্রিত করার জন্য এমন একটি ছবির ব্যবহার তাকে ‘বাকশক্তিহীন’ করে ফেলেছে।