নাটোরে নদী থেকে বালু উত্তোলন, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালত

ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন, ২০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের ২০ লাখ টাকা ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহের এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কাঁঠালবাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৭) ও একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মো. সাবু মিয়া (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

আদালতে রাষ্ট্রপক্ষ ছিলেন আইনজীবী বিধান কানুনগো। আর তবে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফিরোজুল আলম চৌধুরী।

আসামিরা ন্যায় বিচার পায়নি দাবি করে রায়ে অসন্তুষ্ট আসামিপক্ষের আইনজীবী ফিরোজুল আলম জানান, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

জানা গেছে, ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে হাতমুখ বেঁধে ধর্ষণ করে তারা দুই জন। ঘটনার কয়েকদিন দিন পর ভুক্তভোগী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে।

ভুক্তভোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় তার বাবা বাদী হয়ে একই বছরের ৭ নভেম্বর মাটিরাঙ্গা থানায় মামলা করেন। মামলা চলাকালে ওই বছরের ১২ ডিসেম্বর মারা যায় ওই কিশোরী।

২০১৮ সালের ১৯ জুলাই চার্জ গঠন করা হয়। মামলায় পাঁচ জন সাক্ষী দিয়ে মামলাটি প্রমাণ হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।