প্রতি মাসের ৭ তারিখের মধ্যে অধস্তন আদালতের বিচারকদের মাসিক কর্মসম্পাদন বিবরণী অনলাইনে পূরণের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট লোগো

বিচারাধীন ও তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা জানানোর নির্দেশ

দেশের অধস্তন আদালতগুলোতে বিচারাধীন মামলার প্রতিবেদন চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। একইসঙ্গে পুলিশ বা অন্য কোন তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা নির্ধারণ করে তাও জানাতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, দেশের অধস্তন প্রতিটি দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারাধীন মোকদ্দমার প্রকৃত সংখ্যা সরেজমিনে মোকদ্দমার নথি গণনা করে নির্ধারিত ছক অনুযায়ী আগামী ৩১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মনিটরিং কমিটির (Monitoring Committee for Subordinate Courts) সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তাকে হার্ডকপি এবং উক্ত কর্মকর্তার জন্য নির্ধারিত ই-মেইলে সফট কপি প্রেরণ করার জন্য নির্দেশ প্রদান করা হল।

এছাড়া পুলিশ বা অন্য কোন তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন মামলার প্রকৃত সংখ্যা পৃথকভাবে নির্ধারণ করে প্রেরণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।