বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (লোগো)

পঞ্চদশ সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপযুক্ত প্রার্থীরা পঞ্চদশ বিজেএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের সংখ্যা: ১০০ (বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

তবে শর্ত থাকে যে, প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) বা ক্ষেত্রমতে, আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে।

বয়স: ১ জানুয়ারি, ২০২২ তারিখে অনধিক ৩২ বছর। বয়স নির্ধারণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের সময়: অনলাইনে আবেদনপত্র (BJSC Form I) পূরণ ও জমাদান শুরু ১৮ মে হবে এবং ১২ জুন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে এবং অনলাইনে আবেদন করতে বিজ্ঞপ্তি দেখুন।