সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা চলছে সিলেট-সুনামগঞ্জ এলাকায়। বন্যার তীব্রতা সামান্য কমলেও বহু জায়গা এখনো পানির নিচে। দেখা দিয়েছে খাদ্যাভাব। এমন সময়ে বন্যা দুর্গতদের সহায়তায় সিলেট অঞ্চলের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বানভাসি মানুষের মাঝে সমিতির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭ জুন) সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সিলেট বিভাগের বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। গত ২০ জুন সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল বন্যা দুর্গতদের সহায়তায় আগ্ৰহী আইনজীবীদের সমিতি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

প্রসঙ্গত, স্মরণকালের ভয়াবহ বন্যার মোকাবেলা করছে সিলেটের মানুষ। গত এক শতাব্দীতেও এমন বন্যার কথা কেউ শোনেনি।

সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। টানা ভারী বর্ষণ, উজানের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বাড়ি-ঘর, মসজিদ, মন্দির, রাস্তাঘাট তলিয়ে যায়। বন্ধ হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুন) পর্যন্ত সিলেট সিটি করপোরেশনসহ জেলার ১৩টি উপজেলায় ৯৯টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় ২ হাজার ৫৬০ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে।

এতে মোট ৩ লাখ ৮৯ হাজার ৩২০ পরিবারের ২০ লাখ ২৫ হাজার ২৪৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের স্বাস্থ্য সেবায় নামানো হয়েছে ১৪০টি মেডিক্যাল টিম।

এছাড়া বন্যায় ২২ হাজার ১৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ২৮ হাজার ৯৪৫ হেক্টর ফসল নষ্ট হয়েছে, বলেও নিশ্চিত করা হয়।