অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট বারের শোক

অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্ট বারের শোক

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজ শনিবার (২৩ জুলাই) সমিতির পক্ষে থেকে এ শোক প্রকাশ করা হয়।

সমিতির সভাপতি মোঃ মোমতাজউদ্দিন ফকির এবং সম্পাদক মোঃ আবদুন নূর দুলাল গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলা হয়, ফজলে রাব্বি মিয়া একজন বড় মাপের মানুষ। একজন মুক্তিযোদ্ধা। প্রগতিশীল রাজনৈতিক চেতনা সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণ জাতির এক অপূরণীয় ক্ষতি। জাতি তাঁকে আজীবন পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

একইসঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয় শোক বার্তায়।

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) বিকেল ৪টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।