গ্রীষ্মকালে আইনজীবীদের 'ড্রেস কোড' শিথিলে প্রধান বিচারপতির কাছে আবেদন
বিচারক-আইনজীবীর পোষাক (প্রতীকী ছবি)

গ্রীষ্মকালে আইনজীবীদের ‘ড্রেস কোড’ শিথিলে প্রধান বিচারপতির কাছে আবেদন

গ্রীষ্মকালে সাধারণত বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি গরম অনুভূত হয়। ফলে অতিরিক্ত গরমে নির্ধারিত পোশাক পরিধান করে গ্রীষ্মকালে আইনজীবীদের জন্য আদালতে মামলা পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে ওঠে।

প্রচণ্ড গরমে ‘ড্রেস কোড’ মেনে আদালতে এসে সময় সময় অনেক আইনজীবী অসুস্থ হওয়ার ঘটনাও ঘটেছে। এ প্রেক্ষিতে সারাদেশের আদালতসমূহে আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক গ্রীষ্মকালে শিথিল করার আবেদন জানানো হয়েছে।

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার (২৬ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে এ আবেদন জানানো হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী স্বাক্ষরিত আবেদনে বলা হয়, বাংলাদেশ একটি গ্রীষ্মমণ্ডলীয় দেশ। বৈশ্বিক জলবায়ি পরিবর্তনের কারণে বাংলাদেশে ক্রমাগত গরমের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। রাজশাহীসহ সারাদেশের আদালতসমূহের আইনজীবীদের কালো কোট পরিধান করে পেশাগত কার্য পরিচালনা করার ফলে আইনজীবীরা অসুস্থ হয়ে পড়ছে।

এজন্য মানবিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কালো কোট পরিধান করার বিষয়টি ঐচ্ছিক করার জন্য অনুরোধ জানানো হয় আবেদনে।