'দক্ষ আইনজীবীর কাছ থেকে একজন বিচারক বড় শিক্ষা পেয়ে থাকেন'
হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলন

‘দক্ষ আইনজীবীর কাছ থেকে একজন বিচারক বড় শিক্ষা পেয়ে থাকেন’

একজন দক্ষ আইনজীবীর কাছ থেকে একজন বিচারক বড় শিক্ষা পেয়ে থাকেন। তাই বিচারকের সঙ্গে সঙ্গে আইনজীবীদের সৎ, দক্ষ ও যোগ্য হতে হয়।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলন এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন বলেন, বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের এখানে অনেক অভিযোগ রয়েছে, যা সব সত্য না এবং সব মিথ্যাও না। বিচার ব্যবস্থাকে এমন পর্যায় নিতে যেতে হবে, মানুষের বিশ্বাস জন্মায় যেন সে বিচার পাচ্ছে।’

বিচারপতি মাসুদ হোসাইন বলেন, ‘বাংলাদেশে বিচারকদের যতই অবহেলা করুক, একটা সময় কিন্তু মানুষ বিচার পাওয়ার জন্য এই কোর্টেই আসে। তাই একজন বিচারককে সৎ হতে হয়, দক্ষ হতে হয়, যোগ্য হতে হয়।’

হাইকোর্টের এই অতিরিক্ত বিচারপতি বলেন, ‘আসলে একজন বিচারক বড় শিক্ষা পেয়ে থাকে একজন দক্ষ আইনজীবীর কাছ থেকে। তাই বিচারকের সাথে সাথে আইনজীবীদের সৎ দক্ষ ও যোগ্য হতে হয়।’

এসময় তিনি তাঁর আইনজীবী হিসাবে দীর্ঘদিনের পথচলার কথা স্মৃতিচারণ করেন এবং বলেন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘কখনো না জেনে, না বুঝে কোন মামলা নিবেন না। এটা আমার অনুরোধ।’

অতিরিক্ত বিচারপতি বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের বাড়ি মাদারীপুরে হওয়ার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইমদাদুল হক খান সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবিরিয়া হাওলাদার।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ।