ভোটাধিকারের দাবিতে ফেনী আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বিরুদ্ধে ১৩ আইনজীবীর মামলা
জেলা আইনজীবী সমিতি, ফেনী

জামিন-হাজিরায় টাকা লেনদেন করলে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা

ফেনী জেলা আদালতে মামলা দায়ের, জামিন, হাজিরা, সমন সহ সংশ্লিষ্ট বিষয়ে টাকা লেনদেনের বিষয়ে সদস্যদের প্রতি সতর্কতা জারি করেছে আইনজীবী সমিতি। কোন আইনজীবী কিংবা আইনজীবী সহকারীর বিরুদ্ধে অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম (৩) এবং সাধারণ সম্পাদক মোহাং গিয়াস উদ্দিন সই করা এক নোটিশে এ তথ্য জানা গেছে।

নোটিশের তথ্যানুযায়ী, বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমে এবং পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমিতির বর্ধিত সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জেলার সকল দেওয়ানি ও ফৌজদারি আদালতসমূহে মামলা দায়ের, এফিডেভিট, দরখাস্ত, সময়ের দরখাস্ত, জামিনের দরখাস্ত, সাক্ষীর হাজিরা, বেইলবন্ড, সমন ইস্যু, সমন জারি ও জিপি, পিপি, এজিপি, এপিপি -এর নিকট দরখাস্ত সিন (Seen) এবং জি. আর কোর্টে মামলা তদবিরের সময় হাজিরা, দরখাস্ত, জামিনের দরখাস্ত, বেইলবন্ড, নথি উপস্থাপনের সময় কোন টাকা লেনদেন করা যাবে না।