ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে নোমান গ্রুপের ২ হাজার কোটি টাকার মানহানি মামলা
মামলা (প্রতীকী ছবি)

সকালের সময় সম্পাদকের বিরুদ্ধে নোমান গ্রুপের ২ হাজার কোটি টাকার মানহানি মামলা

‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম  ও প্রতিবেদক সাজেদা হকের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে নোমান গ্রুপের পক্ষে ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল এ মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে বলেন, দৈনিক সকালের সময়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন। নোমান গ্রুপের ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে মর্মে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, গত ৪ নভেম্বর দৈনিক সকালের সময়ে প্রকাশিত “নোমান গ্রুপ গিলেছে ব্যাংক” শিরোনামে সংবাদের কারণে কোম্পানির অপূরণীয় ক্ষতি হয়েছে, নোমান গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ। প্রতি বছর রপ্তানি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার আয় করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সকালের সময়ে প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের কারণে দেশে বিদেশে নোমান গ্রুপের মানহানি হয়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ কমে আসছে।