হিজড়া ও তাদের বিড়ম্বনার বিরুদ্ধে আইনগত প্রতিকার
অ্যাডভোকেট এস এম আরিফ মন্ডল

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে একজন ভোটারের প্রত্যাশা

এস.এম. আরিফ মন্ডল : সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সহ দেশের যেকোন জেলা আইনজীবী সমিতিতে সাধারণ একজন ভোটার নিম্নোক্ত বিষয়গুলো বিচার-বিশ্লেষণ করে থাকেন-

  • পদপ্রার্থীর পেশাগত উন্নয়নে মামলা পরিচালনায় পড়ালেখা করেন কিনা যা তাঁর মামলার বিভিন্ন দরখাস্ত পড়লেই অনুমেয় হয়।
  • উন্মুক্ত আদালতে মধ্যে মেনশনের সময় নিয়মতান্ত্রিক ভাবে লাইনে দাঁড়িয়ে মেনশন করেন কিনা, নাকি অন্যায় সুবিধা নিয়ে জুনিয়র আইনজীবীদের বিড়ম্বনা সৃষ্টি করেন।
  • প্রতিপক্ষ হিসেবে মামলা পরিচালনায় আইনজীবীদের সাথে সহকর্মী সুলভ আচরণ করেন নাকি বিরূপ আচরণ করেন।
  • মামলা নিষ্পতিতে আদালতের কাছে অযথাচিত সময় নেওয়ার প্রবণতা আছে কিনা।
  • মামলা পরিচালনায় ডায়াসে কিংকর্তব্যবিমূড় হলে অন্যান্য আইনজীবীদের সহযোগিতা করার মন-মানসিকতা আছে কিনা।
  • পড়ালেখায় সমৃদ্ধ আইনজীবী কিনা।
  • অপ্রয়োজনীয়ভাবে আমাদের পেশার সম্মান হানিকর কোন কাজে নিজেকে ইতিপূর্বে নিয়োজিত করেছিলেন কিনা।
  • নারী সহকর্মীদের সাথে কেমন আচরণ করেন।
  • মামলায় পক্ষদেরকে অনৈতিক আশ্বাসের ভিত্তিতে মামলা পরিচালনা করেন কিনা।
  • বিজ্ঞ আইনজীবীর এই মহান পেশাকে মূল্যায়নের মত যথাযথ উন্নত মানসিকতা ধারণ করেন কিনা।
  • তিনি যে ধরণের লোকজনের সাথে উঠাবসা করেন তারা কি আপনার অপছন্দের কিনা।
  • মামলা পরিচালনায় আদালতের কাছে তথ্য গোপন করে কোন আদেশ নেওয়ার প্রবণতা আছে কিনা।
  • মামলা পরিচালনায় আদালতকে ভুল বোঝানোর প্রবণতা আছে কিনা।
  • তিনি নির্বাচিত হলে দেশের জাতীয় রাজনীতিতে তাঁর নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন কিনা।
  • অতীতে ব্যক্তি স্বার্থে কোন অযোগ্য ব্যাক্তির লেঁজুড়বৃত্তি করেছিলেন কিনা।
  • তিনি নির্বাচিত হলে পদটি ব্যক্তি স্বার্থে অপব্যবহার করবেন কিনা।
  • আদালত প্রাঙ্গণে টাউট-বাটপারদের কাছ থেকে মামলা নিয়ে পরিচালনা করেন বা কথিতদেরকে প্রমোট করেন কিনা।
  • অতীতে তিনি কোন দায়িত্বশীল কাজে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তাঁর ভূমিকা আপনাকে হতাশ করেছে।
  • বারকে সমৃদ্ধ করতে প্রার্থীর ব্যক্তিগত সক্ষমতা আছে কিনা যা সাধারণ সদস্যের কল্যাণে ভূমিকা রাখবে।
  • বারের পক্ষে নেতৃত্ব দিতে সামষ্টিগত ইচ্ছার প্রতিফলন ঘটানোর মতো যোগ্যতা ও ইচ্ছাশক্তি আছে কিনা।
  • রাজনীতির পরিচয়কে ছাপিয়ে সাধারণ আইনজীবীর মুখপাত্র হতে পারবেন কিনা।
  • আইনজীবীদের যেকোন সমস্যার সমাধানে তড়িৎ গতিতে আশু প্রতিকার দিতে পারবেন কিনা।
  • প্রার্থীর ভাতৃসুলভ আচরণগুলো আপনাকে মুগ্ধ করে কিনা।
  • সর্বোপরি জুনিয়র আইনজীবীদের পেশাগত সংগ্রামকে সহজ করতে পারবেন কিনা।

উপরোক্ত যেকোনো একটি গুনে ভোটারকে আকৃষ্ট করতে পারলেই যেকোনো পদে প্রার্থীর জয় সুনিশ্চিত। যোগ্যতমরাই জয়ী হউন।

লেখক : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।