হত্যা মামলায় কক্সবাজার অতিরিক্ত দায়রা জজ আদালতে ৩ আসামির যাবজ্জীবন
জেলা জজ আদালত, কক্সবাজার

কক্সবাজারে বিচার বিভাগে ৫ বিচারকের নিয়োগ ও বদলী

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার বিচার বিভাগে ৫ জন বিচারককে নিয়োগ ও বদলী করা হয়েছে। আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পৃথক ২টি প্রজ্ঞাপনে এই নিয়োগ ও বদলীর আদেশ দেওয়া হয়।

কক্সবাজার জেলা জজশীপে কর্মরত যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসানকে বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে। একইভাবে কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসকে সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে বদলী করা হয়েছে।

আরও পড়ুন : যুগ্ম জেলা জজ পদমর্যাদার ২৯ বিচারক বদলি

রোববার (১৯ মার্চ) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার কর্তৃক ১৯৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই ২ জন বিচারক সহ মোট ২৯ জন সম পদমর্যাদার বিচারককে দেশের বিভিন্ন বিচারালয়ে বদলী করা হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নোয়াখালী জেলা জজশীপে পদায়ন করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকারকে পদোন্নতি দিয়ে কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে এবং চট্টগ্রামের আর একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ রেশমা খাতুনকে পদোন্নতি দিয়ে কক্সবাজার জেলা জজশীপের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন : যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন ৭২ বিচারক

রোববার (১৯ মার্চ) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার কর্তৃক ১৯৩ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই ৩ জন বিচারক সহ মোট ৭২ জন সম পদমর্যাদার বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন বিচারালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলী ও পদোন্নতি লাভ করা সকল বিজ্ঞ বিচারককে আগামী ২২ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থলের দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পন করে পদায়নকৃত নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।