বিচারপতি খিজির আহমেদ চৌধুরী

‘নিরাপদ সড়ক নিশ্চিতে বিআরটিএ, গাড়িচালক ও জনগণকে সচেতন হতে হবে’

সড়ক দুর্ঘটনা এক তরফাভাবে ঘটেনা। শুধুমাত্র গাড়িচালক এক্ষেত্রে দায়ী তা নয়। যারা লাইসেন্স দেন, যারা গাড়ি চালান এবং সড়কে বের হওয়া আপামর জন সাধারণের সম্মিলিত প্রয়াস ও সচেতনতা নিরাপদ সড়ক নিশ্চিতে ভূমিকা পালন করেন।

এক্ষেত্রে গাড়িচালনার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দায়িত্ব একটু বেশি। যাচাই-বাছাই করে লাইসেন্স প্রদান করতে হবে। পাশাপাশি গাড়ি চালকদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশনের ব্যবস্থা করতে হবে।

সিলেটের গহরপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাজ্য শাখা কর্তৃক মাহে রমাদানকে সামনে রেখে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শামিম আহমেদ ভিপি, আবদাল মিয়া, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউল্লাহ বদরুল, তাজপুর ইউপির চেয়ারম্যান অরুণদয় পাল ঝলক, আব্দুল মতিন চৌধুরী, নেফা মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গোলাম কিবরিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷